জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে নিরপরাধ পর্যটকদের উপর পাক জঙ্গিদের হামলার জবাবে পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে ভারত। ২২ এপ্রিলে ঘটা পহেলগাঁওকাণ্ডের (pahalgam attack) জবাবে ৭ মে পাক জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ করে ভারত (operation sindoor)। আর তারই জেরে নিহত হয় ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা হাফিজ মুহম্মদ জামিল (Hafiz Muhammed Jameel)।
কে এই হাফিজ মুহম্মদ জামিল?
মৌলানা মাসুদ আজহারের জামাই এই হাফিজ মুহম্মদ জামিল। পাকিস্তানের বাহাওয়ালপুরে জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্র মারকাজ শুভানআল্লার ইনচার্জ ছিল সে।
কী ছিল তার মূল কাজ?
ভাবী জঙ্গিদের তাত্ত্বিক ভাবে শিক্ষিত করাটাই ছিল তার প্রধান কাজ। জৈশ-ই-মহম্মদের 'আদর্শ' প্রচার করতে সে। পাশাপাশি জৈশে'র জন্য অর্থসংগ্রহও ছিল তার আর একটি গুরুত্বরপূর্ণ কাজ।
'মোস্ট ওয়ান্টেড টেররিস্ট'
প্রসঙ্গত ভারতের 'মোস্ট ওয়ান্টেড টেররিস্টে'র তালিকায় ছিল-- আবু জুন্দাল, ইউসুফ আজহার, আবু আকাশ, মহম্মদ হাসান খাঁ। এবং এই হাফিজ মুহম্মদ জামিল। পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকদের মর্মান্তিক মৃত্য়ুর প্রতিশোধে ৭ মে ভারত অপারেশন সিঁদুর নিয়ে আক্রণ করে পাকভূমি। তাতে এরা সকলেই মারা যায়। পাকিস্তানের মুরিদকে'তে অবস্থিত টেররিস্টদের লঞ্চপ্য়াডে সেদিন আক্রমণ শানায় ভারত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)